শুক্রবার, ২৯ মে, ২০১৫



সাধারণ কথামালা

-কেমন আছেন ভাই?
-আছি ভালো, আপনি?
-আমি ভালো আছি, বললেন ব্যবসায়ী ভদ্রলোক । এরপর যেটি করলেন তা’ সত্যিই মন্দ কাজ। লোকটি চলে যাবার প্রায় সাথে সাথে মুখ ভেঙচিয়ে প্রশ্নকর্তা লোকটি তার সাংগপাংগসহ সাথে থাকা অন্যদেরেউদ্দেশ্যে বললেন- শালা ভালো নেই আমি জানি, হেব্বি একটা লস খেয়েছে ব্যবসায়-রাস্তায় নামার অবস্থা আর সে কিনা বলে ভালো আছে। মানুষ আসলে সত্য কথা সহজে কইতে পারে না।

সে মুহর্তে তার এক বন্ধু এলো তার কাছে। এসেই জানতে চাইলো-কিরে কি ভাবতাছোস ?
-দোস্ত আমিতো তোর কথাই কইতে ছিলাম সবার কাছে। তুই আসবি আজ ।অনেক দিন পর তোর সাথে দেখা। বললেন ব্যবসায়ী ভদ্রলোক।
-কেমন আছিস দোস্ত ?আগন্তুক বন্ধুটি জানতে চাইলো।
-ভালো , কিন্তু ব্যবসায় বেশ লস খাইতাছিরে দোস্ত, অর্থের অভাবে আছি।‘ ব্যবসায়ী বন্ধুটি বললো।  
তারপর চা নাস্তা করিয়ে গল্প করে বন্ধুটিকে বিদায় দিলো ব্যবসায়ী বন্ধুটি ।

আগন্তুক বন্ধুটি যাবার পর ব্যবসায়ী লোকটি আবার মুখ ভ্যাঙচিয়ে সাংগপাঙ্গদের বললো- শালা যেন টাকা ধার চাইতে না পারে তাই আগেই কার মুখ বন্ধ কইরা দিছি। আমিতো জানি হে আমার কাছে টাকা ধার চাইবো ।

এরপর ব্যবসায়ী লোকটি তখন কার সাংগপাংগদের উদ্দেশ্যে বললো-
যা তোরা একটা করে সিঙগাড়া খেয়ে যা । সত্য মিথ্যে সকল কথায় মাথা ঢুলিয়ে যাস এর লাইগা তোগো তোফা ।
সাংগপাংগরা ফিরে আসতে আসতে একে অন্যজনকে বলতে লাগলো- ধুরন্ধর, বড়ো ধুরন্ধর ব্যবসায়ীরে ভাই এইডা।মানুষরে প্রতারণা করতে জুড়ি নাই তার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন